কীভাবে বুঝবেন ত্বকের আর্দ্রতা কমছে কি না?

প্রতীকী ছবি

কীভাবে বুঝবেন ত্বকের আর্দ্রতা কমছে কি না?

অনলাইন ডেস্ক

বিভিন্ন কারণে ত্বক নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে। কোন লক্ষণ দেখে তা বুঝবেন চলুন জেনে নেই-

১) ত্বকে র‍্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে।

শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

news24bd.tv/TR   


 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর