এমটিএফই প্রতারণা : রাজশাহীতে গ্রেপ্তার ২

এমটিএফই প্রতারণা : রাজশাহীতে গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এমটিএফই অনলাইন ভিত্তিক অ্যাপের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত দুইজনকে আরএমপি, সিআইডি এবং পিবিআইয়ের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি এমটিএফইর সদস্য দিপেন্দ্রনাথ সাহা। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।

তার সহযোগী লতিফুল বারি নওগাঁ জেলার মহাদেবপুর থানার আব্দুর রশীদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি জানান, নগরীর রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে এমটিএফই মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তাদের মাধ্যমে অনেকেই এখানে টাকা ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন।

এর আগে আলটিমা অ্যাপস প্রতারণার সাথে জড়িত ৬ জনকে আটক করে পুলিশ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক