মচকে যাওয়া পা নিয়েই তিনি অপারেশন সারেন, রোগীদের ফলোআপও করলেন

সংগৃহীত ছবি

মচকে যাওয়া পা নিয়েই তিনি অপারেশন সারেন, রোগীদের ফলোআপও করলেন

অনলাইন ডেস্ক

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আরএস ডা.মাহবুব আলম। চন্দ্রিমা উদ্যানে দৌড়াতে গিয়ে তার পা মচকে যায়। ঘটনা জেনে চিকিৎসক বন্ধু গৌতম চন্দ্র সরকার তার গাড়ীতে করে বাসা পর্যন্ত পৌছে দিয়েছিলেন। এরপর তার পায়ে ব্যান্ডেজ দেয়া হয়।

কিন্তু তিনি হাঁটতে পারছিলেন না। ঘটানাটি কয়েকদিন আগের।

ডা. মাহবুব আলম জানান, হাসপাতালে এক রোগীর এন্ডোস্কপিক থাইরয়েড অপারেশনের সিডিউল ছিলো। এই অবস্থায় তিনি বাসায় রেস্ট না নিয়ে আঘাতপ্রাপ্ত পায়ের ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে ঢুকে যান অপারেশন থিয়েটারে।

অনেক কষ্ট হলেও তার টিমসহ সফলতার সঙ্গে অপারেশন সাড়েন।  

একটি ছবিতে দেখা যায়, ডা.মাহবুব আলম হুইলচেয়ারে বসেই অন্যান্য রোগীদের ফলোআপ করছেন।  

সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক হয়েও বিশ্রাম না নিয়ে তার এই প্রচেষ্টার জন্য ফেসবুকে অনেকে তাকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, রোগীর জটিলতা ও পরিস্থিতি বিবেচনা করেই তিনি হয়তো নিজে ঝুঁকি নিয়েছেন, রোগীর স্বার্থ দেখেছেন। তবে অনেকে মন্তব্য করছেন তার উচিৎ ছিলো, আগে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়া।