একজনকে জিজ্ঞাসাবাদে দুজন গ্রেপ্তার, একে একে উদ্ধার ৬ মোটরসাইকেল

উদ্ধার হওয়া মোটরসাইকেল

একজনকে জিজ্ঞাসাবাদে দুজন গ্রেপ্তার, একে একে উদ্ধার ৬ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে এ পর্যন্ত ৬টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা সদর থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

গ্রেপ্তাররা হলেন- সবুজ শেখ (৩৩), সুমন মিস্ত্রি (৩৬) ও লিটন শেখ (৪০)।

এর মধ্যে সবুজ শেখকে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ৫ আগস্ট রাতে নগরীর জাহিদুর রহমান সড়ক থেকে একটি অ্যাপাসি মোটরাসইকেল চুরি হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হলে পুলিশ ২২ আগস্ট জেলা স্টেডিয়াম এলাকা থেকে সবুজ শেখ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সুমন মিস্ত্রি (৩৬) ও লিটন শেখ (৪০) গ্রেপ্তার হয়।

তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জের মোকসেদপুর থেকে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক