রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য এখনও উপযুক্ত নয় : ইউএন হাই কমিশনার

সংগৃহীত ছবি

রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য এখনও উপযুক্ত নয় : ইউএন হাই কমিশনার

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনও স্বাভাবিক না, তাই এ মুহূর্তেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।

বৃহস্পতিবার জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভলকার তুর্ক বলেন, রাখাইনে নাজুক পরিস্থিতির কারণে বর্তমানে প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। তাছাড়া সেখানকার সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য সমাধানে কোনো ইচ্ছুকতা দেখায়নি।

তিনি বলেন, মিয়ানমারে এবং বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক আবেদনের জন্য আরও বেশি সহায়তা এবং তহবিল প্রয়োজন। অন্যান্য দেশগুলোর উচিত রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণে এগিয়ে আসা এবং এই অঞ্চলের সুরক্ষা প্রদানে ভূমিকা রাখা। সেইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে যাতে মিয়ানমারের গতি পরিবর্তন করা যায় এবং জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

রোহিঙ্গাদের বিষয়ে তুর্ক বলেন, তাদের মানবাধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমার আন্তরিক ইচ্ছা হলো রোহিঙ্গারা যাতে তাদের দেশে নিরাপত্তা পায় এবং সেদেশে যথাযথ স্বীকৃতি পেয়ে ফিরে যেতে পারে।

news24bd.tv/FA