চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, ২১ দিন পর মিলল মরদেহ

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, ২১ দিন পর মিলল মরদেহ

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়ায় নিখোঁজের ২১ দিন পর নাজির আহমেদ হিরু নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার টাউন হল লেনের একটি পরিত্যক্ত আমবাগানে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

হিরু কুষ্টিয়া শহরতলীর জগতি উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও হিরুর পরিবার জানিয়েছে, জগতি উত্তরপাড়া এলাকার বশির আহমেদের ছেলে হিরু গত ৩ আগস্ট নিখোঁজ হন।

ঘটনার পর থেকেই হিরুর পরিবার তার সন্ধানে জেলার বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দে জানান, বৃহস্পতিবার পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তুষার নামে একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে বুধবার অন্য একটি মামলায় মিরপুর থানায় গ্রেপ্তার অপর এক আসামির দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের পূর্বমজমপুর এলাকার মোজাফ্ফর হোসেনের একটি পরিত্যক্ত আমবাগানের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

পলাশ কান্তি দে আরও জানান, চালককে হত্যা করে ইজিবাইক বিক্রি করে দেয় চক্রটি।

কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান বলেন হিরুকে লেপতোষক নিয়ে যাওয়ার নাম করে ভাড়া করে এই পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসা হয়। তারপর তাকে হত্যা করে তার ইজিবাইক বিক্রি করে দেওয়া হয়।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক