শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

শিশু অপহরণ মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের করা অপহরণ মামলায় ওমর ফারুক (৪৬) নামে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহীর গোদাবাড়ি এলাকার সেকান্দার আলী ছেলে।

একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামিরা জিহান নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

অহহৃত শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামি পলাতক ছিল।

কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের একটি অপহরণ মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

news24bd.tv/কামরুল