ভিয়েনায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

ভিয়েনায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা ও ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকারকর্মী, লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি আক্তার হোসেন, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল।

এছাড়াও বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি সর্ব শেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করেছেন। আসাদ আলম সিয়াম ভিয়েনায় মোহাম্মদ আবদুল মুহিতের পদে স্থলাভিষিক্ত হলেন।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক