বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

সংগৃহীত ছবি

বৃষ্টি উপেক্ষা করে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বে শুরু হয়। তবে বৃষ্টি উপেক্ষা করেই দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশস্থল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সমাবেশে শ্যামপুর, শাহবাগ, বংশাল, কমলাপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হলেও এখনো কেন্দ্রীয় নেতাদের কাউকে দেখা যায়নি।

বংশাল থেকে সমাবেশে যোগ দিতে আসা আদিলুর রহমান বলেন, বৃষ্টি হোক বা অন্যকিছু, তাতে কিছু যায় আসে না। যেকোনো পরিস্থিতিতে আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে আছি। সবসময় পাশে থাকব।

শাহবাগ থেকে আসা আরেক কর্মী জিল্লুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে আমরা সমাবেশ করছি। আমরা জনগণের পক্ষে তাদের জানমালের নিরাপত্তা দিতে সব সময় মাঠে আছি।

এদিকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো। এর প্রতিক্রিয়ায় শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

News24bd.tv/AA