বিএনপির কালো পতাকা মিছিল শুরু

সংগৃহীত ছবি

বিএনপির কালো পতাকা মিছিল শুরু

অনলাইন ডেস্ক

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল চারটার দিকে শুরু হয় এই কালো পতাকা মিছিল। নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মিছিলের উদ্বোধন করেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে দলটির এই নেতা বলেন, সরকারের পতন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আপনারা রাজপথে থাকবেন তো? রাজপথে থেকেই একদফা দাবি আদায় করতে হবে।

এর আগে কালো পতাকা মিছিলে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতা-কর্মীরা।

News24bd.tv/AA