চুয়াডাঙ্গায় গরু চুরির অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গায় গরু চুরির অভিযোগে আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ট্রাকসহ পাঁচটি গরু চুরি হয়ে যায় চুয়াডাঙ্গা থেকে। পরে পুলিশি অনুসন্ধানে তিনটি গরু চট্টগ্রাম থেকে এবং গরু বহনের ট্রাকটি মাগুরা থেকে জব্দ করা হয়। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সফলতা পেয়েছে।  

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি গরু বিক্রির টাকা। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চারদিনের প্রচেষ্টার পর গতকাল বৃহস্পতিবার পুলিশ গরু ও ট্রাক জব্দ করতে সক্ষম হয়।  

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৫ আগস্ট আলমডাঙ্গা উপজেলার গরু ব্যবসায়ী জিয়াউর রহমান ৫টি গরু কিনে তা একটি মিনি ট্রাকে করে নারায়ণগঞ্জ পাঠান।

পথিমধ্যে গরুসহ ট্রাকটি উধাও হয়ে যায়। এ ব্যাপারে গরু ব্যবসায়ী জিয়াউর রহমান আলমডাঙ্গা থানায় অভিযোগ করেন।  

পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারি, সীতাকুন্ডু ও চট্টগ্রাম মেট্রিপলিটন এলাকা থেকে ৩টি গরু উদ্ধার করে। পরে ট্রাকসহ গরু চুরির অভিযোগে পুলিশ চট্টগ্রামের সীতাকুন্ডু থানার পূর্বমুরাদপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আজমত হুসাইন মাসুদকে (৪৮) আটক করে। তার কাছ থেকে দুটি ছোট গরু বিক্রির ৮০ হাজর টাকা জব্দ করা হয়। চুরি যাওয়া ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।