নির্দেশনা অমান্য করে কোহলির পোস্ট

নির্দেশনা অমান্য করে কোহলির পোস্ট

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ সামনে রেখে বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলছে এই ক্যাম্প। ক্যাম্পের ক্রিকেটারদের করনীয়-বর্জনীয়র একটা তালিকাও দেওয়া হয়েছে।  

যেমন- ক্রিকেটারদের অন্তত ৯ ঘণ্টা ঘুমাতে বলা হয়েছে।

ট্রেনিং ক্যাম্পের রিপোর্ট বাইরে না জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কোহলি এক ইনস্টাগ্রাম পোস্টে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ক্যাম্পের শর্ত ভঙ্গ করেছেন।  

কোহলি ইয়ো ইয়ো টেস্টের তার অর্জিত স্কোর ফাঁস করে দিয়েছেন। ইনস্টাগ্রামে একটা ছবি দিয়ে লিখেছেন, ‘খুশির বিষয় হচ্ছে ভয়ঙ্কর ইয়ো ইয়ো টেস্ট ১৭.২ স্কোর তুলে সম্পন্ন করলাম।

’ ইয়ো ইয়ো টেস্টে ক্রিকেটারদের জন্য ন্যূনতম ১৬.৫ স্কোর বেধে দিয়েছে বিসিসিআই।  

কোহলি ওই পোস্ট করায় বিব্রত হয়েছে বিসিসিআই। বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন মৌখিকভাবে ক্রিকেটারদের এসব গোপন রাখতে বলা হয়েছিল, ‘ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দল সম্পর্কে যেকোন ধরনের গোপনীয় বিষয়ে পোস্ট না করার মৌখিক নির্দেশনা ছিল। ’ কোহলি পরে তার পোস্টটি মুখে ফেলেছেন।

news24bd.tv/কামরুল