ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত, চালকসহ আটক ৩

ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত, চালকসহ আটক ৩

অনলাইন ডেস্ক

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রমাণিক (৪৮) নিহতের ঘটনায় ট্রাক মালিকসহ চালক-সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া (৩৫), সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।

পুলিশ সুপার জানান, ঘাতক ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক।

কিন্তু তার বদলি হিসেবে একজন অপেশাদার, অদক্ষ, লাইসেন্সবিহীন মো. জামাল মিয়া সেদিন ট্রাকটি চালাচ্ছিলেন। জামাল রংপুর থেকে আলু লোড করে ২৪ আগস্ট ভোরে আলু বোঝাই ট্রাকটি জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে আনলোড করেন। পরে সকাল ৬টার দিকে খালি ট্রাক নিয়ে পুনরায় রংপুরের উদ্দেশে রওনা করেন।

সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জিরো পয়েন্টে পুলিশ ক্যাফের সামনে গোল চত্বরে নিয়ম না মেনে ভুল পথে বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে ডিউটিতে থাকা অবস্থায় চাপা দেয়।

এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তখন ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পুরাতন ব্রিজ দিয়ে সুন্দরগঞ্জ অভিমুখে পালিয়ে যায়।

এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত আসামিদের ও ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়।

পরদিন রংপুর মহনগরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাকের ড্রাইভার জামাল মিয়া, সহযোগী মশিউর রহমান ও ট্রাক মালিক আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে ঘাতক ট্রাকটি রংপুরের মাহিগঞ্জ থানার বীরভূদ বালাটারী গ্রামের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। তারা ট্রাকটির রং পরিবর্তন করার জন্য ওই গ্যারেজে নেয় বলে জানান পুলিশ সুপার।

news24bd.tv/কামরুল