ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কবরস্থানের পুরাতন ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার ভদ্রপাড়া গোবরস্থানে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ।

পুলিশ জানায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার ভদ্রপাড়া গোবরস্থানে যায় স্থানীয়রা। তারা কবরগুলো উন্মুক্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে ১০টি খোঁড়া কবর শনাক্ত করেন। তবে কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানায় পুলিশ।

কবরগুলো ৪ মাস থেকে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে কঙ্কালের অংশও পড়ে থাকতে দেখা যায়।


এদিকে বিষয়টি জানাজানির পরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও পৌর মেয়র ইকরামুল হক।

এর আগেও ২০২২ সালের ৩০ জুলাই পীরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।