ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী কিং ওয়াং জং (৪৪)’র ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।  

শনিবার (২৬ আগস্ট) নগরীর ৭নং ঘাট এলাকার ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। খালিশপুর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত নিমাই মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পাওয়ার হাউস প্লান্টের লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত চায়না নাগরিক পাওয়ার হাউস প্লান্ট এর ভিতরেই থাকতেন।

২৪ আগস্ট সকালে ‘মর্নিং ওয়ার্ক’ এবং চুল কাটানোর জন্য বাইরে বের হন। চুল কাটানোর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

২৫ আগস্ট তারিখে খালিশপুর থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়। জিডি নং ১৫৮৯ (তারিখ ২৫/০৮/২৩ইং)।

ওই চীনা প্রকৌশলী খালিশপুর পাওয়ার প্লান্ট হাউসে ছয় মাস ধরে কর্মরত ছিলেন।