হেড কোচের ‘ফার্স্ট প্রায়োরিটি’ গ্রুপ পর্ব পার হওয়া

হেড কোচের ‘ফার্স্ট প্রায়োরিটি’ গ্রুপ পর্ব পার হওয়া

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের চতুর্দশ আসরের পর্দা উঠতে যাচ্ছে ৩০ আগস্ট । টুর্নামেন্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশন। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ।

গ্রুপ পর্ব উৎরাতে পারলে ৯ সেপ্টেম্বর শুরু হবে টাইগারদের সুপার ফোরের লড়াই।

এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যেই দুই সপ্তাহের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। রোববার (২৭ আগস্ট) টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে সংবাদসম্মেলনে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে শোনালেন টাইগারদের নিয়ে আশার বাণী।

কাগজ কলমের হিসেবটা বলছে সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা।

নিজেদের সেরা ফরম্যাটে এবারের এশিয়া কাপ হওয়ায় সেখানে ভালো কিছু করবে বাংলাদেশ এমনটাই আশা দেশের ক্রিকেটভক্তদের। একই আশা টাইগার দলপতি সাকিব আল হাসান ও হেড কোচেরও। তবে গ্রুপ পর্ব উৎরানোটাকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে ধরে দেশ ছাড়ছে বাংলাদেশ।

শনিবার (২৬ আগস্ট) দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে এমনটাই জানান টাইগার হেড কোচ।

হাথুরু বলেন, ‘প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। পরবর্তী সাতদিন আমরা কাজ করেছি তাদের স্কিল নিয়ে। যেখানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচদিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই। ’

তিনি আরও বলেন, ‘আমরা অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। ’

 

এই রকম আরও টপিক