বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়। সমস্যা মনমানসিকতার। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাসদও বড় দল ছিল। আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী-কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারা এমনিতেই বিলীন হয়ে যায়। শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে, কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ...
‘আজ যারা আ.লীগ নিষিদ্ধ চাচ্ছে, কাল তারা বিএনপি নিষিদ্ধ চাইবে না- গ্যারান্টি কী’
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা গণসংহতি আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক

নির্বিচার হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে গণসংগতি আন্দোলন। শনিবার (১০ মে) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ বার্তা দেন। বিবৃতিতে তারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গত ১৫ বছর ধরে একটা গুম-খুন-হত্যা, জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার সর্বব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। এরই ধারাবাহিকতায় গত জুলাই-অগাস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষকে আহত করে। এখনো বহু মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ববরণ করে জীবন মৃত্যু0র সঙ্গে যুদ্ধ করছেন। এ রকম অপরাধের সাথে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিল তা আমরা দেখেছি এবং জাতিসংঘসহ বিভিন্ন...
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে রোকেয়া হলে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আজ শুরু হয়েছে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, যা আয়োজন করেছে কমল মেডিএইড, ঢাবি। শনিবার (১০ মে) এই ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমল মেডিএইড, ঢাবির প্রতিষ্ঠাতা এবং ঢাবি ছাত্রদলের নেতা তানভীর বারী হামিম। মূলতঃ ক্যাম্পটির আয়োজন করেন তানভীর বারী হামিম। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। এই মেডিকেল ক্যাম্পে নাক-কান-গলা, চর্মরোগ, গাইনোকলোজি, মেডিসিন, চক্ষু ও দন্তরোগসহ মোট ৮টি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধাও রাখা হয়েছে।...
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন তিনি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর