রাবিতে বাস্কেটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

রাবিতে বাস্কেটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ফাইনাল খেলায় রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, চেয়ার ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়। পরে তারা খেলাটি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন মার্কেটিং বিভাগের স্কোর ১৯ ও তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্কোর ২১। সে সময় দর্শকের সারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীরা একে অপরকে স্লেজিং করতে থাকে।

এক পর্যায়ে দুপক্ষ চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এসময় জিমনেসিয়ামের অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করে তারা।

news24bd.tvতৌহিদ