উচ্চ স্বরে গান বাজিয়ে উপদ্রব, দুই নারীসহ আ. লীগ নেতাকে পুলিশে দিল এলাকাবাসী

সংগৃহীত ছবি

উচ্চ স্বরে গান বাজিয়ে উপদ্রব, দুই নারীসহ আ. লীগ নেতাকে পুলিশে দিল এলাকাবাসী

অনলাইন ডেস্ক

নীলফামারীর ডিমলা উপজেলায় গভীর রাতে উচ্চ স্বরে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার অভিযোগে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গানের সঙ্গে দুই নারীকে নিয়ে নৃত্য করছিলেন আওয়ামী লীগের ওই নেতা। পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীকেও গ্রেপ্তার করেছে।

স্থানীয়দের অভিযোগ, নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (৪০)।

তার চাপানী বাজারে গোডাউন ঘর রয়েছে। সেখানে গত শুক্রবার (২৫ আগস্ট) মধ্যরাতে তিনি ও এলাকার পল্লী চিকিৎসক প্রদীপ কুমার বহিরাগত দুই নারীকে নিয়ে আসেন। এরপর সেখানে সাউন্ডবক্সে রাতে উচ্চ স্বরে গান বাজিয়ে দুই নারীর সঙ্গে নৃত্য করছিলেন। এতে আশপাশের সাধারণ লোকজনের ঘুমে বেঘাত সৃষ্টি হয়।
পরে এলাকাবাসী বিষয়টি ডিমলায় থানায় অবগত করে গুদামঘরটি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ফোনে ডিমলা থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গণ উপদ্রব নিবারণকল্পে ২৯০ ধারায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
News24bd.tv/AA