প্রথমবারের মতো নারী ইউএনও পেল হাতিয়া

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো নারী ইউএনও পেল হাতিয়া

অনলাইন ডেস্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো সুরাইয়া আক্তার লাকী নামে একজন নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। এর আগে তিনি ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। একই সময় সাবেক ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন সুরাইয়া আক্তার লাকী। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সুরাইয়া আক্তার লাকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রয়েছেন। আশা করি তার উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

প্রসঙ্গত, নেত্রকোণা জেলায় জন্ম নেওয়া সুরাইয়া আক্তার লাকী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।

news24bd.tv/আইএএম