দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আত্মত্যাগ করতে পিছপা হয় না বলে জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফি উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, দেশের প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী তৃণমূল পর্যায়ে চলে যায়। এছাড়া দেশের বাইরেও বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।
রোববার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র এবং জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি আধুনিক হয়েছে। বাংলাদেশে অভূতপূর্ব অনেক উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে সেনাবাহিনী গর্বিত।
তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, পাতালসড়ক স্বপ্ন হলেও আজ তা বাস্তব।
সেনাপ্রধান বলেন, এই স্বীকৃতি জনসম্মুখে দিলে সেনা সদস্যরা আরও বেশি অনুপ্রেরিত হয়, আগামীতে এই পুরষ্কার নিতে অনেকেই উদ্বুদ্ধ হয়। এই বার্তা সকলের কাছে যাবে, যাতে করে দেশ সেনাবাহিনীর জন্য আত্মত্যাগ ও সেবা প্রদানে সদস্যরা নিজেদের সর্বোচ্চটা দিতে পারে।
news24bd.tv/আইএএম