আগের মামলাগুলো থেকে কারাদণ্ড বাতিলের সংশোধনী রয়েছে : আইনমন্ত্রী

ফাইল ছবি

সাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন

আগের মামলাগুলো থেকে কারাদণ্ড বাতিলের সংশোধনী রয়েছে : আইনমন্ত্রী

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

সাইবার সিকিউরিটি অ্যাক্টে ২১ ধারাসহ আরও একটি অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৮ আগস্ট) নিউজটোয়েন্টিফোরকে মন্ত্রী আরও বলেন, একইসাথে আগের আইনের মামলাগুলোয় যাতে কারাদণ্ড না হয় সে ব্যাপারে কিছু সংশোধনী আনা হয়েছে নতুন অনুমোদনে।

উল্লেখ্য, সোমবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই আইনের কিছু ধারায় বেশ কিছু সংশোধনী রয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৭ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

news24bd.tv/FA