এবার ইনজুরিতে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশাঙ্কা

এবার ইনজুরিতে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশাঙ্কা

অনলাইন ডেস্ক

ইনজুরির কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে জায়গা পাননি পেসার দুশচন্ত চামিরা। দলটির সেরা পেসার তিনি। অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাও আছেন ইনজুরিতে। দলে নেওয়া হয়নি তাকেও।

এবার দলে জায়গা পেয়েও ইনজুরিতে ছিটকে গেলেন আরেক লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা।  

এছাড়া লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিটনেস জটিলতার কারণে এশিয়া কাপের দলে জায়গা পাননি। তবে শ্রীলঙ্কা সুপার ফোরে গেলে তাকে দলে নেওয়া হতে পারে। সব মিলিয়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ভোঁতা হয়ে গেছে।

 

শ্রীলঙ্কা ক্রিকেট দলের মেডিকেল বোর্ডের চেয়ারম্যান বলেছেন, মাদুশঙ্কার মাসেলের পেশি ছিড়ে গেছে। বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেসে ফেরা নিয়েও তার শঙ্কা আছে। এছাড়া চামিরাও বিশ্বকাপের শুরুর অংশ মিস করতে পারেন বলে উল্লেখ করেছেন তিনি।  

মাদুশঙ্কা ইনজুরিতে পড়ায় তার বিকল্প কে হবেন তা এখন চূড়ান্ত করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তবে চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাশুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।  

শ্রীলঙ্কার এশিয়া কাপের দল: দাশুন শানাকা, পাথুন নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাশুন রাজিথা, মাথিশা পাথিরানা।