মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতলেন শ্বেতা সারদা

সংগৃহীত ছবি

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতলেন শ্বেতা সারদা

অনলাইন ডেস্ক

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ এর খেতাব জিতলেন শ্বেতা সারদা। রোববার (২৭ আগস্ট) রাতে মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। শ্বেতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়। আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা।

ফাইনালে দিল্লির সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব পান। আর রানারআপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি।

ফাইনালের মঞ্চে শ্বেতা একটি সোনালি রঙের গাউন পরেছিলেন, সঙ্গে ছিল শিমারি টাচ। থাই স্লিট এই গাউনে আলাদাভাবে নজর কাড়েন তিনি।

মাত্র ২২ বছর বয়সে ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ জয় করলেন শ্বেতা। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে।

তার মা একজন সিঙ্গেল মাদার। শ্বেতার জীবনের সব থেকে প্রভাবশালী মানুষটিও হলেন তার মা। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস-এর মতো শো। ‘ঝালাক দিখলাজা’ শোয়ের একজন কোরিওগ্রাফারও ছিলেন তিনি।

শ্বেতা বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন, তাদের সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়ের মতো তারকা। এমনকি মাধুরী দীক্ষিতও আছেন এই তালিকায়! তবে তিনি সব থেকে বেশি অনুপ্রেরণা পান সুস্মিতা সেনের থেকেই। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন শ্বেতা।

news24bd.tv/TR  

সম্পর্কিত খবর