কেন উচ্চশিক্ষা শেষেও বেকার ৩৮.৬ শতাংশ মানুষ?

প্রতীকী ছবি

কেন উচ্চশিক্ষা শেষেও বেকার ৩৮.৬ শতাংশ মানুষ?

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছর বাংলাদেশে জনশক্তি বাড়ছে ২ দশমিক ২ শতাংশ হারে। অথচ শিল্পখাতের চাহিদা মেটাতে না পারায় উচ্চশিক্ষা শেষ করেও বেকার থাকতে বাধ্য হচ্ছে ৩৮ দশমিক ৬ শতাংশ মানুষ।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সেখানে জানানো হয়, কর্মমুখী শিক্ষা না থাকায় কাজ পাচ্ছে না উচ্চশিক্ষার সনদধারী অনেকে।

বিশ্বব্যাংকের জরিপ তুলে ধরে আলোচকরা বলেন, শিল্পখাতে দরকারি কারিগরি ও ব্যবস্থাপক পদের উপযুক্ত কর্মী খুঁজে পান না ৬৯ শতাংশ উদ্যোক্তা। চাহিদা মেটাতে শিল্পনীতির বাস্তবায়নে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়।

এসময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, বাজারমুখী শিক্ষার অভাবেই কৃষি, ইলেকট্রনিক্স, আইসিটি, তৈরি পোশাক, পর্যটন, ফার্নিচারসহ ১৫টি খাতের শ্রমশক্তির দক্ষতার সংকট প্রকট হয়েছে।

news24bd.tv/FA