দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি

সংগৃহীত ছবি

দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি

অনলাইন ডেস্ক

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ। বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণে। হাইব্রিড মডেলে হতে যাওয়া এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মুলতানে। ফাইনাল হবে সহ-আয়োজক শ্রীলঙ্কার কলম্বোয়।

মুলতানে কাল ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠছে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই।

বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তারা ‘বি২’ হিসেবে বিবেচিত হবে।  ‘এ১’ ও ‘এ২’ হিসেবে ধরা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা বিবেচিত হবে ‘বি১’ হিসেবে।

মোট চারটি ভেন্যুতে হবে আসন্ন এশিয়া কাপের খেলাগুলো। সেগুলো হলো পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো।

২০২৩ সালের এশিয়া কাপের ‍সময়সূচি

গ্রুপ ‘এ’: পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)

গ্রুপ পর্ব
তারিখ               ম্যাচ                           ভেন্যু
৩০ অগাস্ট    পাকিস্তান-নেপাল              মুলতান
৩১ অগাস্ট    বাংলাদেশ-শ্রীলঙ্কা             ক্যান্ডি
২ সেপ্টেম্বর    ভারত-পাকিস্তান               ক্যান্ডি
৩ সেপ্টেম্বর    বাংলাদেশ-আফগানিস্তান    লাহোর
৪ সেপ্টেম্বর    ভারত-নেপাল                 ক্যান্ডি
৫ সেপ্টেম্বর    শ্রীলঙ্কা-আফগানিস্তান        লাহোর

সুপার ফোর
৬ অক্টোবর           এ১-বি২                লাহোর
৯ অক্টোবর           বি১-বি২                কলম্বো
১০ অক্টোবর          এ১-এ২               কলম্বো
১২ অক্টোবর          এ২-বি১               কলম্বো
১৪ সেপ্টেম্বর         এ১-বি১               কলম্বো
১৫ সেপ্টেম্বর         এ২-বি২              কলম্বো

ফাইনাল
১৭ সেপ্টেম্বর   সুপার ফোর১-সুপার ফোর২    কলম্বো

news24bd.tv/SHS