এবার শেখ হাসিনার কোনো তামাশায় কাজ হবে না : রিজভী

ফাইল ছবি

এবার শেখ হাসিনার কোনো তামাশায় কাজ হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার বাছাই করা জনগণ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে কেমন অংশগ্রহণমূলক নির্বাচন হয় তা ২০১৮ সালেই প্রমাণ হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, তারা জনগণকে ত্যাজ্য করে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন বৈতরণী পার হয়েছে।

তিনি বলেন, এবার শেখ হাসিনার কোনো তামাশায় কাজ হবে না, তাঁকে পদত্যাগ করেই নির্বাচন দিতে হবে।

রিজভী বলেন, বিচার বিভাগ আওয়ামী লীগ নেতাদের কাছে স্বাধীন কিন্তু জনগণের কাছে পরাধীন। এই সরকারের আমলে বিচার বিভাগ থেকে কেউই ন্যায় বিচার পাবে না।

তিনি বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তিদেরও নাজেহাল করছে।

ড. ইউনূসের বিরুদ্ধে যে কোনো সময় সরকার কঠোর কোন পদক্ষেপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের জেলা-মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক