শেরপুরে কৃষক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

শেরপুরে কৃষক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় মো. স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। তিনি জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে সে একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক