বিএনপিপন্থী আইনজীবীদের আদালত অবমাননার অভিযোগ শুনানি ১৯ অক্টোবর

সংগৃহীত ছবি

বিএনপিপন্থী আইনজীবীদের আদালত অবমাননার অভিযোগ শুনানি ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সভা সমাবেশ ও সংবাদ সম্মেলন কর্মসূচির কারণে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৯ অক্টোবর হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের কার্যক্রমের শুরুতেই এ আদেশ দেন।  

একইসঙ্গে ওই তারিখ পর্যন্ত আদালত প্রাঙ্গণে কোনো মিছিল, সমাবেশ করা যাবে না বলেও আদেশ বলা হয়।  হাইকোর্টের আগে দেওয়া এক রায়ের গাইডলাইন মানার অনুকুলে এ নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত মঙ্গলবার আওয়ামীপন্থী আইনজীবী নাহিদ সুলতানা যুথি সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগটি প্রধান বিচারপতির কাছে জমা দেন। সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, ফাহমিদা নাসরিনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়। পরে অভিযোগটি আজ শুনানির জন্য কার্যতালিকায় আসে।  

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম নিজেদের সংবিধানের আলোকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে দাবি করেন।

এর পরই বিএনপির আইনজীবীরা আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।  

এদিকে, বিএনপিপন্থী আইনজীবীরা দুপুর একটায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।  
news24bd.tv/আইএএম