পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায়, মৎস্য অধিদপ্তর বান্দরবান সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বিনামূল্যে মৎস্য পোনা বিতরণ করা হয়।

উক্ত পোনা মাছ অবমুক্তকরণ ও বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ এবং মামুন।

এ সময় বান্দরবান সদর উপজেলার মেঘলা পর্যটন লেক, বান্দরবান পুলিশ লাইন পুকুর, ফায়ার সার্ভিস পুকুরসহ সরকারি, আধা সরকারি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক মোট ১৮ টি পুকুর ও মুক্ত জলাশয়ে ২২০ কেজি পোনা বিতরণ ও অবমুক্তকরণ করা হয়।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক