জিয়ার আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মানববন্ধন

সংগৃহীত ছবি

জিয়ার আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মানববন্ধন

অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের পরিবার মানববন্ধন করেছে। বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে তারা।  

এ সময় ‘১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর সদস্য, যাদের জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে’, তাদের নির্দোষ ঘোষণার দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

জিয়ার সামরিক শাসনের সময় গুম হওয়াদের সন্তানরা বলেন, ১৯৭৭ সালে ‘জিয়াউর রহমান পরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধাদের তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগ দেনটি।

তারা বলেন, জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালের কথিত বিচারের ফাঁসি হওয়া ২০৯ জনের নাম পরিচয় পাওয়া গেলেও সে সময় মৃত্যুর সংখ্যা ছিল ১১৪৩ জন। আর কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর আড়াইহাজার সদস্য।  

মানববন্ধনে তারা জিয়াউর রহমানের মরনোত্তর শাস্তি এবং নিজেদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

news24bd.tv/আইএএম