ড. ইউনূসকে নিয়ে বিএনপির মায়াকান্নার কারণ জানতে চান কাদের

ফাইল ছবি

ড. ইউনূসকে নিয়ে বিএনপির মায়াকান্নার কারণ জানতে চান কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. ইউনূস কোনোদিন শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে যাননি। করোনাকালসহ দেশের কোনো দুঃসময়েই কথা বলেননি। ১৫ আগস্ট নিয়ে কোনো শোক নেই যার, যে মানুষ বাংলাদেশের সুখে দুঃখে নেই তার জন্য এত মায়া কান্না কেন?

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, নোবেল পুরষ্কার পেয়ে যিনি শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন, ট্যাক্স ফাঁকি দেন সেরকম একজন নোবেল জয়ী দিয়ে কি হবে দেশের!

কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনে হোঁচট খেয়ে এবার ইউনূসকে নিয়ে নতুন রাজনীতি শুরু করেছেন।

ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চাচ্ছেন, এমন খবর বাজারে ছেড়ে দিয়েছেন তারা। বিএনপি দেশে আরেকটা ওয়ান ইলেভেন তৈরি করতে চায়।

অভিযোগ করে কাদের বলেন, বিএনপি আসলে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনকে বাঁধা দিতে নতুন খেলা শুরু করেছে। আওয়ামী লীগ বাংলার মাটিতে এমন অশুভ খেলা খেলতে দেবে না, হুঁশিয়ার করে দিলাম আমরা।

ড. ইউনূস ২ মিলিয়ন ডলার খরচ করে বিদেশি পত্রিকায় বিবৃত দিয়েছে। এই টাকা তিনি কোথায় পেয়েছেন এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এটা বাংলাদেশের গরীবের টাকা। আর সেই মামলা থেকে তাকে বাঁচাতে বিএনপির এখন মায়া কান্না। এগুলো দেশের জন্য অশনি সংকেত।

news24bd.tv/FA