টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের 

সংগৃহীত ছবি

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের 

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মুলতানে টস জিততেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম।  

নেপালের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান দল। সেই দল নিয়েই মাঠে নামছে তারা।

একদিন আগেই একাদশ ঘোষণা নিয়ে বাবর আজমের কাছে জানতে চাওয়া হলে টসের পর তিনি বলেছেন, কোনো কারণই নেই। আমরা আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চেয়েছিলাম।

এদিকে, এবারই প্রথম এশিয়া কাপে খেলতে নামছে নেপাল। দলটির অধিনায়ক রোহিত পৌডেল তাই টস করতে নেমেই বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, সবাই খুব খুশি, আমাদের এশিয়া কাপে প্রথম ম্যাচ এটা। নেপালের সবাই এই ম্যাচ নিয়ে এক্সাইটেড।   

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিফ রউফ।  

নেপাল একাদশ: কুশল ভুরতেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পৌডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং এয়ারে, গুলশান ঝা, সোম্পাল কামি, কারান কেসি, সন্দীপ লামিচানে, ললিত রাজবংশী।

news24bd.tv/SHS