সাইবার সিকিউরিটি অ্যাক্টও বিতর্কিত : টিআইবি

সাইবার সিকিউরিটি অ্যাক্টও বিতর্কিত : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো সাইবার সিকিউরিটি অ্যাক্টও বিতর্কিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।  

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে।

বিষয়টি সমাধানের পথ খোলা রয়েছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘এখনও সময় আছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটা সংশোধন করা যেতে পারে। সংসদে আইন হিসেবে পাস হয়ে গেলে এটা হবে একটা কালো আইন। খসড়া আইনটি এখন যে অবস্থায় আছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হবে বলে আমি মনে করি।

টিআইবির নির্বাহী এ পরিচালক বলেন, ‘যেসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আমাদের উদ্বেগ ছিল, সেগুলো এখনও রয়ে গেছে। কিছুটা বাড়িয়ে-কমিয়ে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে। ’

news24bd.tv/FA