বছরের সবচেয়ে উজ্জ্বল জ্যোৎস্না ‘ব্লু সুপারমুন’ দেখা যাবে আজ

সংগৃহীত ছবি

বছরের সবচেয়ে উজ্জ্বল জ্যোৎস্না ‘ব্লু সুপারমুন’ দেখা যাবে আজ

অনলাইন ডেস্ক

গত ১ আগস্টই দেখা মিলেছিল তার। মাসের শেষে ফের দেখা দেবে সুপার মুন। বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদকে দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আকাশপ্রেমীরা। যার নাম ‘ব্লু সুপারমুন’।

বুধবারের পূর্ণিমাই আকাশে দেখাবে ‘ম্যাজিক’। এদিন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব দাঁড়াবে ৩৫৭৩৪৪ কিলোমিটার।  

তবে কেন চাঁদের এই নাম? আসলে যেদিন পূর্ণিমার চাঁদকে সাধারণ আকারের থেকে বড় দেখায় সেদিনের চাঁদকে সুপার মুন নামে ডাকা হয়। কিন্তু কেন ‘ব্লু’? না, এদিন চাঁদকে মোটেই নীল রঙের দেখাবে না।

১৯৪৬ সালে ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ পত্রিকায় প্রথমবার এই নাম ব্যবহৃত হয়েছিল। কোনও মাসে দু’বার পূর্ণিমা দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ‘ব্লু মুন’।

কেন দেখা যায় এমন বড় চাঁদ? আসলে সংশ্লিষ্ট দিনে চাঁদ অন্যান্য দিনের থেকেও বড় আকারে দেখা যায়। দূরত্ব কমতে কমতে পৃথিবীর খুব কাছে চলে আসে চাঁদ। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় পেরিজি। পূর্ণিমার দিনে গোল থালার মতো চাঁদ দেখা যায় আকাশে। অন্যান্য দিনের তুলনায় এই দিনে চাঁদের ঔজ্জ্বল্য থাকে অনেক বেশি। তবে সুপার মুনের ক্ষেত্রে চাঁদ আরও বেশি উজ্জ্বল থাকে।

উল্লেখ্য, এর আগে জুন মাসেও একটি সুপার মুন দেখা গিয়েছিল। যাকে ডাকা হয় স্ট্রবেরি মুন নামে। এরপর সেপ্টেম্বরের এ বছরের শেষ সুপার মুন দেখা যাবে।

News24bd.tv/AA