‌'সংসদ ভবনের সামনে যে কবর, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই'
‌'সংসদ ভবনের সামনে যে কবর, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই'

‌'সংসদ ভবনের সামনে যে কবর, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই'

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবনের সামনে যে কবর, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জানে না তারা কার কবরের সামনে ফুল দেয়।

বুধবার (৩০ আগস্ট) বিআইসিসিতে শোক দিবসের আলোচনা সভায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া জড়িত না হলে খন্দকার মোশতাক ১৫ আগস্টের ঘটনা ঘটানোর সাহস পেত না।

প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশে গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন খুঁজে বেড়াচ্ছেন এরশাদ-জিয়ার আমলে তারা কোথায় ছিলেন? করতে পারত না। খুনি জিয়া যে জড়িত ছিল এটা সম্পূর্ণভাবে প্রমাণিত।

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের খুনিদের বিচার করা হবে না এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। সে খুনিদের শুধু বিচার থেকে রেহাই দেওয়া হয়নি, তাদের পুরস্কৃত করা হয়েছিল।

খুনিদের দূতাবাসের চাকরি দেওয়া হয়। এই খুনিরা যখন দূতাবাসের চাকরি পায়, অনেক দেশ নেয়নি। এই হত্যাকাণ্ড মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতিশোধ নেওয়া হয়েছিল।

news24bd.tv/FA