রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী - ফাইল ছবি।

রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ সেপ্টেম্বর দুইদিনের সফরে ঢাকা আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বাংলাদেশে এলে তাকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে বাংলাদেশ।

বুধবার (৩০ আগস্ট) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, আগামী ১১ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় আসতে পারেন।

ভারতে জি ২০ সামিট শেষে বাংলাদেশ সফরের কথা রয়েছে তার।

যদি তিনি ওই দিন ঢাকায় পৌঁছেন তাহলে, দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশে এসেছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বে যারা নিজেদেরকে গণতন্ত্র ও মানবাধিকারের ধারক-বাহক মনে করে তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে।

news24bd.tv/FA