২১ আগস্ট খালেদা জিয়ার রসিকতার কথা মনে করিয়ে দিলেন আইনমন্ত্রী

২১ আগস্ট খালেদা জিয়ার রসিকতার কথা মনে করিয়ে দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রসিকতার কথা মনে করিয়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, এরপর একুশে গ্রেনেড হামলা হলো। সে সময় খালেদা জিয়া জোক (রসিকতা) করে বলেছিলেন, ‘শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গিয়েছিলেন’। এই ঘটনায় তারেক রহমান জড়িত ছিলেন।

বোমা হামলায় আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী নিহত হলেন। এসব হামলায় নিহত হওয়ার ঘটনায় কেউই মানবতা লঙ্ঘনের কথা তোলেননি।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ‘১৯৭৫ সালের বর্বরতা: বাংলাদেশের মানবাধিকার ও শাসনের ওপর প্রভাব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে দেশের জনগণ শেখ হাসিনাকেই বেছে নেবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইমডেমনিটি আইন করা হলো। তবে সে সময় মানবতার কথা বলে কেউ প্রশ্ন তোলেননি। এরপর জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর দূত ছিলেন, তারাও নিহত হয়েছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক