কাজী পেয়ারার উদ্ভাবক কাজী বদরুদ্দোজার মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সংগৃহীত ছবি

কাজী পেয়ারার উদ্ভাবক কাজী বদরুদ্দোজার মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

কাজী পেয়ারার উদ্ভাবক, সফল কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহি.... রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

আগামীকাল সকাল ৯টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় নামাজে জানাজা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তৃতীয় জানাজার নামাজের পর গোবিন্দগঞ্জে সমাহিত করা হবে তাকে।

এদিকে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, প্রখ্যাত এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে কৃষি ক্ষেত্রে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

news24bd.tv/FA