ফরিদপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ল প্রাইভেটকার-ট্রাক 

সংগৃহীত ছবি

ফরিদপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ল প্রাইভেটকার-ট্রাক 

অনলাইন ডেস্ক

ফরিদপুর শহরের প্রগতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকার ও ট্রাক পুড়ে গেছে। এছাড়া ৪ হাজার লিটার অকটেন ও ২ হাজার লিটার ডিজেল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই তেলের পাম্পে বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়, তারপর ফিলিং স্টেশনের তেলের ডিপোর সামনে আগুন জ্বলতে দেখা

যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকার, তেলবাহী একটি ট্রাক পুড়ে গেছে। এছাড়া ৪ হাজার লিটার অকটেন ও ২ হাজার লিটার ডিজেল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চিফ স্টেশন ম্যানেজার সুভাস বাড়ই জানান, আমরা প্রায় এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।