বৈদ্যুতিক মিস্ত্রির প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে  

প্রতীকী ছবি

বৈদ্যুতিক মিস্ত্রির প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে  

অনলাইন ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক হাওলাদার নামে স্থানীয় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ওই উপজেলার চরলতা গ্রামে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা বিদ্যুতের সঞ্চালন লাইনে ঝুলে থাকা আজিজুলের মরদেহ উদ্ধার করে। মৃত আজিজুল চরলতা গ্রামের ইউনুস হওলাদারের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, আজিজুল পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। সে বিভিন্ন বাসা বাড়িতে ইলেক্ট্রিক কাজ করত। বুধবার দুপুরের দিকে চরলতা গ্রামে একটি বাসার বৈদ্যুতিক সংযোগের কাজ করতে কাজ করতে বিদ্যুতের খুঁটিতে ওঠে সে। এসময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ঝুলে পড়ে আজিজুল।

এতে তাৎক্ষনিক তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় বিদ্যুত সঞ্চালনা লাইন থেকে তার মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।