পদ্মা লাইফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

প্রতীকী ছবি

পদ্মা লাইফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর একক বেঞ্চ রোববার (২৭ আগস্ট) এ আদেশ দেন।

সোহরাব আলীসহ সুনামগঞ্জের ১৩ জন ক্ষতিগ্রস্ত গ্রাহক কোম্পানিটির অবসায়নের আবেদন করেন। আবেদন শুনানির জন্য মঞ্জুর করে একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত দেন আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন।

তিনি বলেন, আদালত যে কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন সেখানে প্রায় ৩ কোটি টাকা রয়েছে ওই প্রতিষ্ঠানের।

আদালতে যাওয়া আবেদনকারী ১৩ জন গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এসব পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়।

কিন্তু প্রতিষ্ঠানটি পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করে নাই। এ জন্য তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।