বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেন আর কোনো দৈত্য সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
প্রধান বিচারপতির বিদায়ী বক্তব্যে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়। এটা দেশ-বিদেশিদের জন্য বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ব্রিকসের সদস্যপদ না পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। অথচ পররাষ্ট্রমন্ত্রী ও সচিব সত্য বলে ফেলেছেন। শুধু ব্রিকস নয়, কোথাও এই সরকারের জায়গা হবে না। এই সরকার পরাজিত হয়ে গেছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেয়ালের লিখন পড়ুন, না হয় সামনে সমস্যা হবে। পদত্যাগ করুন, দেশকে মুক্ত করুন।
আমীর খসরু বলেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজকে তার বিদায়ী ভাষণে বলেছেন, 'বিচার বিভাগে রাজনৈতিক বিভক্তি এলে দেশের মানুষ বিচার বিভাগ থেকে আস্থা হারিয়ে ফেলবে। যা বাংলাদেশে সর্বনাশ ডেকে আনবে। ' তিনি যদি এ কথা বলেন, তাহলেই বুঝা যায় বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ।