নাটোরে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত

প্রতীকী ছবি

নাটোরে ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মী নিহত

অনলাইন ডেস্ক

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের কর্মী।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভারা করা একটি লেগুনা পাবনা-নাটোর মমহাসড়কের কদিমচিলানে ইপিজেডের কর্মীসহ যাত্রি তুলছিল।  

এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ধাক্কা দিলে লেগুনা সড়কের ধারে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়।

আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলা প্রস্তুতি চলছে।