এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করছেন উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও।  

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫টি কক্ষের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে।

এ সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে উত্তর দেখে তা খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলো তারা। এর পরিপ্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।