ফিলিপাইনের ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ 

সংগৃহীত ছবি

ফিলিপাইনের ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬ 

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ। খবর রয়টার্সের।

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। এর কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।

দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।

ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

news24bd.tv/SHS