ম্যাচ হেরে যে আক্ষেপ সাকিবের 

সংগৃহীত ছবি

ম্যাচ হেরে যে আক্ষেপ সাকিবের 

অনলাইন ডেস্ক

হেরেই এশিয়া কাপ অভিযান শুরু করলো বাংলাদেশ। গতকাল পাল্লেকেতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। টসে জিতে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর একার লড়াইয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাকেও ঝরাতে হয়েছে ঘাম।

তবে শেষ পর্যন্ত ১১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

পাল্লেকেলেতে ব্যাটিং করা সহজ কোনো কাজ ছিল না। বাংলাদেশি ব্যাটাররা যেমন ধুঁকেছে, তেমনি ধুঁকেছে স্বাগতিক ব্যাটাররাও। দিন শেষে তাই আক্ষেপ স্কোরবোর্ডে আর কটা রান যদি যোগ করা যেতো।

ম্যাচ হারার পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও এই একই আক্ষেপ। দলের এমন হতশ্রী ব্যাটিং কিছুতেই মানতে পারছেন না তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটা ৩০০ রান করার উইকেট নয়, তবে আমাদের ২২০–২৩০ রান করা উচিত ছিল। ’

সে উচিত কাজটা করতে না পারার ব্যর্থতা সাকিব নিয়েছেন নিজের কাঁধেও, ‘আমার নিজেরও আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেটা নিতে পারিনি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। সামনে এখন আমাদের জন্য বড় একটা ম্যাচ অপেক্ষা করছে। ’

ব্যাটিং খারাপ হওয়ার পরও তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম বোলিংয়ে যে শুরু এনে দিয়েছিলেন, তাতে আশাবাদী হয়ে উঠেছিলেন অনেকেই। বিশেষ করে ৪৩ রানে লঙ্কানরা ৩ উইকেট হারানোর পর। সাকিব বলেন, ‘আমাদের তখনই আরও কিছু উইকেট নেওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা নিতে পারিনি। স্কোরবোর্ডেও যথেষ্ট রান ছিল না। ’

news24bd.tv/SHS