কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

কুয়েত বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিমানবন্দরের চার নাম্বার টার্মিনালে অপেক্ষারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে তার মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে কুয়েত বিমানবন্দরে এটি দ্বিতীয় কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে আরব টাইমস। তবে মৃত বাংলাদেশি ওই যাত্রীর নাম-পরিচয় বলা হয়নি এবং তিনি কোথায় যাচ্ছিলেন সেটিও জানা যায়নি।

আরব টাইমস জানায়, কুয়েত বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে ফ্লাইটে ওঠার আগেই এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে একজন তদন্তকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ সরিয়ে নিয়ে যান।

বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি পরীক্ষার জন্য ফরেনসিক মেডিসিন অফিসে স্থানান্তর করা হবে বলে জানানো হয়।

এর আগে কুয়েত বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে এক পাকিস্তানি নারীর মৃত্যু হয়। ওই নারীর সঙ্গে তার স্বামীও ছিলেন।