দুবাইয়ে টর্চ টাওয়ারে আবারো আগুন

দুবাইয়ে টর্চ টাওয়ারে আবারো আগুন

নিউজ ২৪ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টর্চ টাওয়ারে আবারো আগুন লেগেছে। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ভবনজুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছে।

আগুনে ভবনের বিভিন্ন অংশ খসে খসে নিচে পড়ছে।

এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আকাশচুম্বী এ ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ২০১৫ সালে এই টাওয়ারটিতে আগুন লাগে। ৭৯ তলার এই টাওয়ারটি ২০১১ সালে চালু করা হয়। চালু হওয়ার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন। পরে আরো ছয়টি ভবন এই টাওয়ারকে ছাড়িয়ে যায়।

সম্পর্কিত খবর