রাজবাড়ীতে কেমিক্যাল কারখানায় আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে কেমিক্যাল কারখানায় আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হেডরন কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। এতে কারখানার ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

কেমিক্যাল কারখানার ফোর ম্যানেজার মো. জাহিদ বলেন, কেমিক্যাল কারখানায় ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লার হিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়।  

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার সবাই মিলে নেভানোর চেষ্টা করি, পরে আগুন অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে ১০ মিনিট পর গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হেডরন কেমিক্যাল কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারনা করছি,  ইলেকট্রনিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক